
টঙ্গী ইজতিমার বৈষম্য দূর করে এবারের ইজতিমায় নিজামুদ্দীনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতিমা করতে দেয়ার দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। একইসাথে দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয়পক্ষের জন্য নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে, প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তাদের অভিযোগ, তাবলীগ মার্কার ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে, কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করছেন যোবায়েরপন্থীরা।
সঙ্গগঠনের নেতারা জানান, আইন অনুযায়ী, কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তাবলীগের সংঘাতকে যারা জিইয়ে রাখতে চায়, তাদের দেশের ও ইসলামের শত্রু বলে অভিহিত করে তাবলীগ জামাত বাংলাদেশ।
এ সময় বিশ্ব ইজতিমার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাওলানা সা’দের ইজতিমায় উপস্থিতি নিশ্চিত, উভয়পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্ত, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দীনের অনুসারীদের হাত প্রদান এবং তাবলীগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ণ প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধের দাবি জানায় সংগঠনটি।
/এএস



Leave a reply