Site icon Jamuna Television

মাদরাসার কারিকুলাম সরকারের তত্ত্বাবধায়নে নেই: শিক্ষা উপদেষ্টা

মাদরাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে সেটা সরকারের নিয়ন্ত্রনে বা তত্ত্বাবধায়নে নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বুধবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাইমারি থেকে মাদরাসায় শিক্ষার্থীরা মাইগ্রেট হওয়ার পেছনে মাদরাসাকে অভিভাবকরা নিরাপদ মনে করেন। এজন্য বেশিরভাগ সময় প্রাইমারি থেকে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। এছাড়া শিক্ষার্থী ঝড়ে পড়ার আরও একটা কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা।

উপদেষ্টা জানান, প্রাইমারি পর্যায়ই একটি শিশুকে শিক্ষা ও জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে জায়গাটিতে জোর দেয়ার আহ্বান জানান গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

তিনি আরও বলেন, এখন ১৫০ উপজেলার স্কুলে মিড ডে মিল চালু করা হবে। পরে পর্যায়ক্রমে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।

/এএস

Exit mobile version