Site icon Jamuna Television

দেশ ধ্বংসের পরেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই: রিজভী

দেশ ধ্বংস করার পরেও শেখ হাসিনার কোন অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন, ফের দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে মেতে আছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনার মানসিকতাই সন্ত্রাসী মানসিকতার। এজন্য পাশের দেশ থেকে মাঝেমধ্যে হুংকার দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নুর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সংস্কার দীর্ঘ মেয়াদি না হলে নানা ধরনের ষড়যন্ত্রের ফন্দিফিকির হতে পারে। আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি।

এসময় শেখ মুজিবুর রহমানের ছবি ইস্যুতে বলেন, ভেবেছিলাম বঙ্গভবনের যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে ছবিটি সরানো হয়েছে। এজন্য সেটা নিয়ে বিরোধিতা করেছিলাম।

/এসআইএন/এমএইচ

Exit mobile version