Site icon Jamuna Television

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন মেসি: রদ্রিগো ডি পল

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে এমন মন্তব্য করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ও জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে, দলের সাথে অনুশীলন করেছেন এলএমটেন। মেসির সাথে অনুশীলন উপভোগ্য এবং দারুণ ব্যাপার- বলেও জানান ডি পল।

ডি পল বলেন, সত্যিটা হলো লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আমরা এটা উপভোগ করি, কারণ তাঁর সাথে অনুশীলন করাটা দারুন ব্যাপার। বেশ ভালো লাগে।

এদিকে, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লিও। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এলএমটেন।

সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মার্কিন লিগে ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন বিশ্বকাপজয়ী এই তারকা। আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রঙিন ছিলো মেসির পারফরমেন্স। তাইতো সতীর্থ ডি পলের মতে সেরা ফর্মে আছেন তিনি।

উল্লেখ্য, ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্র’য়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা। শীর্ষস্থান ধরে রাখতে ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে স্কালোনির শিষ্যরা। ইন্টার মায়ামির মতো আর্জেন্টিনার জার্সিতেও বছরের শেষটা রাঙাতে প্রস্তুত লিওনেল মেসি।

/এমএইচআর

Exit mobile version