Site icon Jamuna Television

৩১ দফা নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মশালা করবে বিএনপি

সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের ৩১ দফা নিয়ে দেশের দশটি সাংগঠনিক বিভাগে কর্মশালা আয়োজন করবে বিএনপি। সাংগঠনিক বিভাগগুলোতে আলাদা আলাদা তারিখে এই কর্মশালা আনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ঢাকায়, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, ২৫ নভেম্বর খুলনা, ৩০ নভেম্বর সিলেট, ২ ডিসেম্বর ময়মনসিংহ, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল, ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালার আয়োজন করা হবে।

এই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version