Site icon Jamuna Television

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২

চীনের হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ২২ জনের। বুধবারের এ ঘটনায়, অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন।

ঝাংজিকৌ শহরে একটি রাসায়নিক কারখানার বাইরে হয় এ বিস্ফোরণ। আগুনে পুড়ে যায় কারখানার বাইরে থাকা অর্ধশতাধিক যানবাহন আর আশপাশের বেশ কিছু বাড়িঘর। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিস্ফোরণে কারখানাটি তেমন ক্ষতিগ্রস্ত না হলেও বন্ধ রাখা হয়েছে উৎপাদন কাজ। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণটি যে কারখানার ভেতরে হয়নি, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্বল শ্রমনীতি আর অব্যবস্থাপনার কারণে, চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

Exit mobile version