Site icon Jamuna Television

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বললেন, সেজন্য জীবনধারা বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। 

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ টুয়েন্টি নাইন সম্মেলনের বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ শূণ্যের কোটায় নামানো, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব- এই থ্রি জিরো ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন।

ড. ইউনূসের দাবি, মানুষই প্রতিনিয়ত করছে পরিবেশের ক্ষতিসাধন। বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি। এসময় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান ছিলো তার কণ্ঠে।

/এসআইএন

Exit mobile version