Site icon Jamuna Television

হিজবুল্লাহর হামলায় ৬ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননেও ইহুদি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। খবর আলজাজিরা।

ইসরিায়েলি সেনাবাহিনীর এক বিবৃত্তিতে জানিয়েছে, দেশটির দক্ষিণে স্থল অভিযানের সময় নিহত হয়েছে আরও ৬ ইসরায়েলি সেনা। দুই পক্ষই স্বীকার করেছে হতাহতের কথা। এই নিয়ে গত দেড় মাসে ৪৭ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে লেবাননে।

হিজবুল্লাহর দাবি, বুধবার ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ২৩ দফা হামলা চালানো হয়েছে। দাবি, সাসা, কিয়ারাসহ বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি টার্গেট করেছে তারা। হাইফা থেকে ৪৫ কিলোমিটার দূরেও হয়েছে হামলা।

বুধবার প্রায় ২৪ ঘণ্টা সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলে। নিরাপদে আশ্রয় নেয় বাসিন্দারা। হিজবুল্লাহর ছোড়া বেশিরভাগ মিসাইল ধ্বংসের দাবি তেলআবিবের।

/এসআইএন

Exit mobile version