Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে বন্দুক হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) লিটল ইতালি নামক জায়গায় এ ঘটনা বলে জানায় স্থানীয় গণমাধ্যম সান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন।

জানা যায়, পুলিশ ও সন্দেহভাজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে নিহত হয় বন্দুকধারী। আহত হন এক পুলিশ কর্মকর্তাও। পুলিশের ধারণা, নিহত এ দুজন সন্দেহভাজন বন্দুকধারীর পূর্বপরিচিত। এখনও হামলার মোটিভ জানা যায়নি। তবে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সংবাদমাধ্যমটি জানায়, আহত পুলিশ কর্মকর্তা একজন প্রশিক্ষণার্থী, যিনি বন্দুকধারীর উদ্দেশে গুলি ছোড়েননি। তবে তার শরীরের পশ্চাদ্দেশে গুলি লাগে। তাকে হিলক্রেস্টের ইউসি সান দিয়েগো মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

/এএম

Exit mobile version