Site icon Jamuna Television

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ৩০ টন চাল উদ্ধার

চট্টগ্রামের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩০ টন চাল জব্দ করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পাহাড়তলীর হাজীক্যাম্প এলাকার খাজা ভাণ্ডারের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী জানায়, গুদামটিতে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলে। এসময় প্রায় ৩০ টন চাল অবৈধভাবে মজুদ পাওয়া যায় সেখানে।

গুদাম মালিকের দাবি, চালগুলো রেশনস্টোর নামের এক প্রতিষ্ঠান থেকে কিনেছেন তিনি। বেশ কিছু রশিদও দেখান চাল ক্রয়ের।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, চালের বস্তাগুলো পুলিশের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচ

Exit mobile version