Site icon Jamuna Television

আফগানিস্তানে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৩৬ লাখ মানুষ

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এবার খরার কারণে দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে ৩৬ লাখ মানুষ। মঙ্গলবার, আফগানিস্তানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মুখপাত্র টোবি ল্যাঞ্জার একথা জানান।

জেনেভায় আফগানিস্তান বিষয়ক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে একথা বলেন তিনি। টোবি জানান, চলমান সংঘাত আর খরার কবলে পড়ে চলতি বছর উদ্বাস্তু হয়েছে পাঁচ লাখের বেশি আফগান। তাদের সাহায্যার্থে সাড়ে তিন কোটি ডলারের অর্থ বরাদ্দও দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মতে, সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এমন মানবিক সংকট নজিরবিহীন। জলবায়ু পরিবর্তন এবং প্রায় দুই দশকের যুদ্ধে আফগানিস্তানের কৃষি খাত, অর্থনীতি আর সামাজিক জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব পড়েছে।

Exit mobile version