Site icon Jamuna Television

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহ মারা গেছেন

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মারা যান তিনি।

নিহত আব্দুল্লাহ (২৩) সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোরের বেনাপোলে বলে জানা গেছে।

বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Exit mobile version