Site icon Jamuna Television

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও

ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এছাড়া দেশটি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে ও গভীর করতে দুই দেশ কাজ করবে বলেও জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে এক চুক্তি সম্পাদনে আজারবাইজানের সরকারের একটি উচ্চ-পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে।

এসময় আজারবাইজান রাষ্ট্রপতি বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকেও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাও এসময় দুই দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

/এমএইচ

Exit mobile version