Site icon Jamuna Television

শিল্পকলায় সায়ানের একক কনসার্ট

তার গান কেবলই গান নয়, সেটা দোলনচাপার মতো শুভ্র ফুল। তার গান কেবলই গান নয়, সেটা কাউন্টার অ্যাটাকের ভাষাও। গানে গানে তিনি যেমন প্রেম-বিরহ আঁকেন শ্রোতার মন ক্যানভাসে, তেমনি উস্কে দেন বিদ্রোহ প্রতিবাদের পাটাতনে। যিনি মনে করেন, ক্ষমতার সঙ্গে সখ্য শিল্পীর জন্য ক্ষতিকর। তিনি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক কনসার্টে গাইবেন এই গানওয়ালা। ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনটি করছে ‘আজব কারখানা’। দুই ঘণ্টাব্যাপীর এই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।

কনসার্টটি প্রসঙ্গে সায়ান বলেন, আজব কারখানার আয়োজনে অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।

গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন এই সিঙ্গার-সং রাইটার। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি তিনি।

কনসার্টের পোস্টার

আবরার ফাহাদ’ থেকে ‘আমার নাম প্যালেস্টাইন’ কিংবা ‘কালো মানুষ’; বাংলাদেশ ছাপিয়ে বিশ্বজুড়ে চলা অন্যায়ের প্রতিবাদে গান করেছেন তিনি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় সায়ানকে ভাবায়। তার কলম চলে, সরব হয় কণ্ঠ। সেটা জন থেকে জনে পৌঁছে যায় গানে গানে।

প্রতিবাদের গানের পাশাপাশি ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’-এর মতো প্রেম ও বিরহের গানও করেছেন তিনি।

কনসার্টটি নিয়ে আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, সায়ান কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতেই নিজের সংগীত চর্চা করেন। কিন্তু আমি জানি, আমার মতো অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকে। তাই আমাদের এই আয়োজন– ‘গানে গানে সায়ান’।

কনসার্টে তিন ধরনের টিকেট মূল্য– ৫০০, ৭০০ ও ১০০০ টাকা। পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে।

/এএম

Exit mobile version