Site icon Jamuna Television

সচিবালয়ে আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা, প্রায় ৩ ঘণ্টা পর বৈঠক শুরু

গণঅভুত্থানে আহতদের সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা। তবে আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বৈঠকটি শুরু হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার পর উভয়পক্ষ বৈঠকে বসেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে গণঅভ্যুত্থানে আহতদের সাথে উপদেষ্টাদের বৈঠকে বসার কথা ছিল। সে অনুযায়ী আহতরা বৈঠকে আসেন। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে ‘রক্তিম জুলাই’ নামে আহতদের একটি সংগঠনের নেতাদের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাদেরকে থামানোর চেষ্টা করেন।

কিন্তু পঙ্গু হাসপাতালের আন্দোলনকারীরা সম্মেলন কক্ষে তাদের ক্ষোভ জানাতে থাকেন। তারা বলেন, যারা আন্দোলনে ছিল না তারা বৈঠকে থাকতে পারবেন না।

এ সময় সমন্বয়রা বলেন, গণঅভ্যুত্থানের ঘটনায় যারা হতাহত হয়েছেন তারা কেউ আলাদা নয়। সবার পরিচয় যোদ্ধা হিসেবে। তাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি না করে সরকারের কাছে দাবিগুলো তুলে ধরুন।

এভাবে দুই পক্ষের বাকবিতন্ডা ও তর্কবিতর্কের আড়াইঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠকটি শুরু হয়।

/আরএইচ

Exit mobile version