Site icon Jamuna Television

স্বর্ণের দাম কমলো আবারও

দুই দিনের মাথায় আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তাতে আগামীকাল থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।

বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দাম কমানোর বিষয়ে সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ ধাতুর নতুন দর নির্ধারণ করা হয়েছে। যা কাল শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১২ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা গতকাল কার্যকর হয়। সে সময় ভরিতে ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। গত বছর সালে ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

/এমএন

Exit mobile version