Site icon Jamuna Television

খুলনায় ভয়াবহ আগুন: পুড়ে গেছে ৪ দোকান ও ৩ গোডাউন

খুলনার অন্যতম বাণিজ্যিক এলাকা স্টেশন রোডের পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি পাটের বস্তার দোকান ও তিনটি গোডাউন ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, অতিরিক্ত উচ্চতার একটি ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে নিয়ে যায়। ছিঁড়ে যাওয়া তার থেকে দোকানে থাকা পাটের তৈরি বস্তায় আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক তার সরানো এবং অতিরিক্ত উচ্চতার ট্রাক চলাচল বন্ধের জন্য স্থানীয়রা বারবার দাবি জানালেও তা কেউ কর্ণপাত করে না বলে এমন দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের।

তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে–  রাত ১০টা ২০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

/এএম  

Exit mobile version