Site icon Jamuna Television

মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন। মুজিববাদ প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তি দুঃখজনকভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন– এ লড়াইয়ের পথে কি ‘২৪ এর প্রজন্ম একা?

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গভবনের দরবার হলের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তা জানিয়েছেন। শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিস্তর আলোচনা চলছে সর্বত্র।

বুধবার (১৩ নভেম্বর) উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি একাত্তর পরবর্তী শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করার কথা বলেছেন। পাশাপাশি মুজিববাদ ও শেখ হাসিনাকে বয়কট করার ডাক দিয়েছেন।

এবার আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন মুজিববাদ নিয়ে তার অভিমত।

/এএম

Exit mobile version