Site icon Jamuna Television

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে ২৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাস্প থেকে ২৬ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড, র‍্যাব ও পুলিশ সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করে।
যৌথবাহিনীর অভিযানে, অভিযুক্তদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭ টি ছুরি, ৫ টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা।
/এসআইএন

Exit mobile version