Site icon Jamuna Television

আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

আত্মঘাতী ড্রোনের উৎপাদন ব্যাপক বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ এ তথ্য প্রকাশ করেছে।
কেসিএনএ জানায়, বিস্ফোরক ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন পরিদর্শনে গিয়েছেন কিম। প্রকাশ করা হয়েছে ড্রোন পরিদর্শনের বেশকয়েকটি ছবি। তবে কবে ও কোথায় এই সমরযানের পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি টেলিভিশনটি।
এসময় দেশটির সর্বোচ্চ এই নেতা বলেন, ব্যাপক সাফল্যের কারণে ক্রমেই সামরিক খাতে ড্রোনের ব্যবহার বাড়ছে। আর তাই নিজ দেশের সামরিক বাহিনীকেও ড্রোন উৎপাদনে নজর দেয়ার নির্দেশও দেন তিনি।
/এসআইএন

Exit mobile version