Site icon Jamuna Television

করোনা ভ্যাকসিনকে প্রাণঘাতী বলা কেনেডি হলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্প মানেই বিতর্ক। আর সেই ট্রাম্প প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে সমালোচনা হবে না, এমনটি হওয়ার যেন কোনো কারণই নেই। নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মন্ত্রিসভার জন্য এখন পর্যন্ত ডজনখানেক নাম প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প। যারমধ্যে সমালোচনা চলছে বেশিরভাগ নাম নিয়েই।

এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এলো ট্রাম্পের তরফ থেকে। স্বাস্থ্যখাতের ষড়যন্ত্র তত্বের জনক হিসেবে পরিচিত কেনেডি পরিবারের এই রাজনীতিক। শিশুদের টিকা দিলে তারা প্রতিবন্ধী হতে পারে বলে বিতর্কের সূচনা করেন বেশ কয়েক বছর আগে।

তবে সবচেয়ে বেশি সমালোচিত হন করোনাকালে। কোভিডের ভ্যাক্সিনকে প্রাণঘাতি বলে আখ্যা দেন। করোনার টিকার বিরোধীতা করে তার প্রতিষ্ঠান থেকে চালানো হয় প্রচারণা। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে একাধিকবার গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লন্শ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম।

/এটিএম

Exit mobile version