ছবিতে সাইক্লোন সিডরের ভয়াবহ তাণ্ডব

|

বাংলাদেশের উপকূলে সাইক্লোন সিডর আঘাত হানার ১৭ বছর আজ। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াবহ স্মৃতি এখনও বয়ে বেড়ান উপকূলবাসী। ছবিতে তুলে ধরা হয়েছে সেই সময়কার কিছু ছবি, যা ধরা পড়েছিল সাংবাদিকদের ক্যামেরায়। ছবিগুলো নেয়া হয়েছে বিবিসি থেকে।

সিডরে লণ্ডভণ্ড গ্রাম, হেলিকপ্টার থেকে তোলা ছবি।
উপকূলের একটি ছোট বন্দরে সাইক্লোন সিডরের ধ্বংসলীলা।
ঝড়ের প্রবল দাপটে মাটিতে উঠে গিয়েছিল এই স্টিমার।
ঘর-বাড়ি, সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব এক পরিবার।
বাগেরহাটের তাফুল গ্রামে সিডরে নিহত গবাদিপশু।
সিডরের পর সংসার গোছানোর চেষ্টা করছে বাগেরহাটের একটি পরিবার।
গুলবুনিয়া গ্রামে চলছে ভাঙা সংসার জোড়া দেয়ার কাজ।
সন্তানের কবরের ওপর এক মা। সাইক্লোন সিডরে গর্জনবুনিয়া গ্রামের ফাতিমা তার চার বছর বয়সী কন্যা শাহিনুরকে হারান।
মোড়েলগঞ্জে সিডরে নিহতদের গণ দাফন।
সাইক্লোন সিডর আঘাত হানা পর বাংলাদেশে উপকূলীয় এলাকায় ছুটে যায় বিবিসির সাংবাদিকদের একটি দল। ঝড়ের জরুরি খবর পাঠানোর পাশাপাশি তারা সাধ্যমত আহতদের চিকিৎসাও করেন।
চালতাতলি গ্রামে রিলিফের খাবার নেয়ার আশায় গ্রামবাসীদের লাইন। চারিদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝে সে সময়ে অনেকের ঘরেই চুলা জ্বলেনি।
সিডরের পর সাহায্য করতে বাংলাদেশে এসেছিল মার্কিন মেরিন সেনা। এখানে হেলিকপ্টার থেকে ত্রাণ সামগ্রী নামাতে সাহায্য করছেন বরিশালের গ্রামবাসীরা।
বরগুনার নিশানবাড়ী এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা করছেন সিডরের শিকার গ্রামবাসীরা।
নদীর ঘাটে রিলিফের নৌকার কাছে সাহায্যপ্রার্থীদের ভিড়।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply