Site icon Jamuna Television

সম্পর্কন্নোয়ন চাইলে ভারতকে তার নীতি পাল্টাতে হবে: আমীর খসরু

আমীর খসরু। ফাইল ছবি।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং হস্তক্ষেপের মানসিকতা থেকে বের হতে হবে।

এ সময় বক্তারা অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করেন। তারা বলেন, ভারতের কতৃত্বসুলভ মনোভাবের কারণে ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ।

/এমএন

Exit mobile version