Site icon Jamuna Television

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর হাজারীবাগে দুই গ্রুপের কথাকাটাকাটিতে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে আহত হয়।
নিহতের নাম মো. শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগে চুরি হয় একটি সাইকেল। স্থানীয় কিশোর শাহাদাত হোসেন শান্ত ও তার বন্ধুদের সন্দেহ হয় একটি গ্রুপকে। রাতে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে উলটো সন্দেহভাজনরা আক্রমণ করে তাদের উপর। এসময় গুরুতর জখম হন শান্ত। পরে শান্তকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ছয় ঘণ্টা পর তার মৃত্যু হয়। ঘটনার সময় আক্রমণকারীরা সবাই মাদকাসক্ত ছিলো বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। কিশোরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এসআইএন

Exit mobile version