Site icon Jamuna Television

প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল

সিনিয়র করেসপন্ডেন্ট রংপুর ব্যুরো

প্রতিদিনই কমছে রংপুর অঞ্চলের তাপমাত্রা। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় কুয়াশার চাদরে ঢাকা রংপুর অঞ্চলের রাস্তাঘাট মাঠ প্রান্তর।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শনিবার বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা সকাল ছয়টায় ছিল ৯৩ এবং ৯টায় ৯৬ শতাংশ। শুক্রবার রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ এবং বৃহস্পতিবার ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ক্রমেই এই তাপমাত্রা কমবে।

আজ সকাল ১০টার দিকেও রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট, রংপুর-দিনাজপুর, রংপুর-ঢাকা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে বাস মিনি বাস মোটরসাইকেল অটোরিকশাসহ যানবাহন চলতে দেখা গেছে। শীতের কাপড় ছাড়া কেউই বের হননি বাইরে।

/এটিএম

Exit mobile version