Site icon Jamuna Television

পঞ্চগড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড  

পঞ্চগড় করেসপনডেন্ট:

হিমালয়ের কন্যা ও শীতের জেলা নামে খ্যাত দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ।শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।

সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরের সূর্য উঠলেও কুয়াশার চাদরে ঘেরা প্রকৃতি। শিশির মাড়িয়ে মাঠে যেতে দেখা যায় চাষিদের। শীত ঘিরে বাংলার ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে নবান্নের আয়োজন।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে।

উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রাসেল শাহ বলেন, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এখন যত দিন যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলেও জানান তিনি।

/এসআইএন

Exit mobile version