Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনার শিকার চিত্রনায়ক রুবেল

মাদারীপুরের তাতিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিত্রনায়ক রুবেলসহ ৩ জন আহত হয়েছেন৷ রুবেল চিকিৎসা শেষে নির্ধারিত অনুষ্ঠানে রওনা করলেও আহত ২ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন৷

জানা গেছে, শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য চিত্রনায়ক রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলার তাতিবাড়ি এলাকায় গেলে বরিশাল থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চিত্রনায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। তবে রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হন।

আহতরা হলেন, নায়ক রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও গাড়ির চালক ওমর ফারুক। এই দুজন ভর্তি রয়েছেন সদর হাসপাতালে৷

এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক রুবেল কোনো কথা বলতে রাজি হননি।

চিকিৎসক জানান চিত্রনায়ক রুবেল সামান্য আহত হয়েছেন৷ বাকি দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

/এটিএম

Exit mobile version