Site icon Jamuna Television

পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় দুই শিশু ছেলেকে গলাকেটে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। শনিবার (১৬ নভেম্বর) এই ঘটনা ঘটে। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহত শিশুদের নাম জানা যায়নি। তবে জানা গেছে, একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের ৩ বছরের মতো। ঘাতক বাবার নাম মো. আহাদ। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা আহাদকেও ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।ঘটনার সময় আহাদের স্ত্রী বাসায় ছিলেন না।

/এনকে

Exit mobile version