Site icon Jamuna Television

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ফের বিতর্ক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আর আম্পায়ারিং নিয়ে অসন্তোষ যেন অন্তরঙ্গ বন্ধু। দিন যায়, মাস যায়, বছর পেরোয়; টুর্নামেন্টেরও বদল হয়, বদলায় না আম্পায়ারিং নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার রানে আউট হন ঢাকা মেট্রোর আইচ মোল্লা। সিলেট বিভাগের রেজাউর রহমানের রাজার আপিলে আম্পায়ার তানভীর আহমেদ শুরুতে সাড়া দেননি। তবে স্কয়ার লেগ আম্পায়ারের সাহায্য নিয়ে পরবর্তীতে আউট দেন; তাতেই যেন আইচের মাথায় আকাশ ভেঙে পড়ে।

আম্পায়ার কট বিহাইন্ড দিলেও ভিডিওতে পরিস্কার দেখা গেছে, বলটা আইচের ব্যাটে লাগেইনি। বরং পায়ে লেগে স্লিপে গেছে, বলা যায়; আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্তের বলি হয়েই তরুণ এই টপ অর্ডার ব্যাটারের ইনিংসের পরিসমাপ্তি ঘটে।

শুরুতে কিছুক্ষণ আম্পায়ারের সাথে বাকবিতন্ডায় জড়ান আইচ মোল্লা। পরে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে ড্রেসিংরুমের দিকে হাঁটেন। সিনিয়র ক্রিকেটারকে নিজের আউটের জাস্টিফিকেশনও দিয়েছেন। কিন্তু ডিআরএস না থাকলে তো আর সিদ্ধান্ত বদলের সুযোগ নেই, আইচের তাই ভাগ্য মেনে নিয়েই বিদায় নিতে হয়েছে। আইচের এমন বিদায়ের পর আবারও কাঠগড়ায় উঠেছে দেশের ঘরোয়া লিগের আম্পায়ারিংয়ের মান নিয়ে।

/এনকে

Exit mobile version