Site icon Jamuna Television

বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই স্কোয়াড সাজানো হয়েছে অভিজ্ঞ ও তরুণদের দিয়ে। এই সিরিজে খেলা হচ্ছে না পেস অলরাউন্ডার জেসন হোল্ডারের। কাঁধের জোটের পুনর্বাসনে থাকায় মিস করবেন হোম সিরিজটি।

ইতোমধ্যে দুই টেস্ট খেলতে বাংলাদেশ দল ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে। ৩০ নভেম্বর জ্যামাইকার সাবিনা পার্কে শুরু দ্বিতীয় টেস্ট। এবার ক্যারিবিয়দের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ড সিলভা (সহ-অধিনায়ক), অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।

/এনকে

Exit mobile version