Site icon Jamuna Television

ইসরায়েলি কারাগারে ২ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

ইসরাইলি কারাগারে দুই ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স কমিশন এবং প্রিজনারস সোসাইটি নামের দুই মানবাধিকার সংস্থা বরাত দিয়ে মিডেল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মৃত দুই বন্দি হলেন নাবলুসের সামিহ এলিভি (৬১) এবং গাজার আনোয়ার এসলিম (৪৪)। এলিভি রামলেহ কারাগারে বন্দি ছিলেন। আর এসলিম ছিলেন নেগেভ কারাগারে।

সংস্থা দু’টি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এলিভি রামলেহ কারাগারে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়। পরে সেখান থেকে আসাফ হারোফেহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ৬ নভেম্বর তিনি মারা যান।

বিবৃতিতে আরো বলা হয়, এলিভির মৃত্যুর পর তা জানাতে বিলম্ব করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি গত বছরের অক্টোবরে আটক হয়েছিলেন।

এদিকে, এসলিম নেগেভ কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হলে তাকে সোরোকা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার স্বাস্থ্যের দ্রুত অবনতির কারণে তিনি মারা যান।

/এআই

Exit mobile version