Site icon Jamuna Television

শিশু মুনতাহা হত্যা: রিমান্ড শেষে কারাগারে ৪ আসামি

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় চার আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে তোলা হয় তাদের। সেখানে প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান (৫৫), তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

এর আগে, গত ১১ নভেম্বর আদালত আসামিদের রিমান্ডে পাঠালে; পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে, ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা জানায় মার্জিয়া।

৩ নভেম্বর নিখোঁজ হওয়ার সাত দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু মুনতাহার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ। ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এনকে

Exit mobile version