Site icon Jamuna Television

সিএমএম আদালত থেকে পালালো ডাকাতি মামলার আসামি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়ে গেছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়ে যায়। 

জানা গেছে, মামলায় একদিনের রিমান্ড শেষে আসামি আরিফকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ তে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান।

এদিন আসামির দেখভালের জন্য দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এ ছাড়াও পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version