Site icon Jamuna Television

বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেনের ভ্যালেন্সিয়া

বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে, স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ। রীতিমতো পরিত্যক্ত গাড়ির ভাগাড়ে পরিণত হয়েছে প্রদেশটির রাজধানী। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পানি নেমে গেলেও ক্ষতের চিহ্ন রেখে গেছে বন্যা। ফেলে গেছে হাজারও জঞ্জাল। যার অধিকাংশ জুড়েই অকেজো হয়ে যাওয়া গাড়ি। ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ বলছে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ ৩৭ হাজার গাড়ি।

আস্ত ফুটবল মাঠ ব্যবহার করেও আটানো যাচ্ছে না বিকল হয়ে যাওয়া যানবাহনগুলো। বেড়েই চলেছে বন্যার পানিতে ভেসে আসা এসব গাড়ির স্তূপ। পরিণত হয়েছে নগর কর্তৃপক্ষের মাথাব্যাথায়।

গেল মাসে একদিনের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। যাতে প্রাণ যায় কমপক্ষে ২২০ জনের।

/এআই

Exit mobile version