Site icon Jamuna Television

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে: ক্রীড়া উপদেষ্টা

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন জোড়াতালি দিয়ে চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। 

বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা না করে হলে বিসিবিতে পরিবর্তন হতো না। আসিফ মাহমুদ জানান, প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতিবছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি আরও বলেন, ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে। বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

/এমএইচ

Exit mobile version