Site icon Jamuna Television

ভেনেজুয়েলায় মুক্তি পেলো ২২৫ বিক্ষোভকারী

ভেনেজুয়েলায় জুলাইয়ের নির্বাচনের পর বিক্ষোভ প্রদর্শনকারীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে পুলিশ। ফাইল ছবি: এএফপি

ভেনেজুয়েলায় গত জুলাইয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভের সময় আটক ২২৫ বিক্ষোভকারীকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাদের মুক্তি দেয়া হয় বলে এক বিবৃতিতে জানায় দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক সাব। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৫ নভেম্বর) ও শনিবার বিকেলের মধ্যে এদের মুক্তির ব্যবস্থা করা হয়। নতুনভাবে সংগ্রহ করা তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রসিকিউটর তাদের মুক্তি দেন। মোট চারটি কারাগার থেকে এই বন্দীদের মুক্তি দেয়া হয় বলে জানায় স্থানীয়ভাবে মানবাধিকার নিয়ে কাজ করা গ্রুপ ফোরো পেনাল।

উল্লেখ্য, জুলাইয়ের ভোটের পর ভেনেজুয়েলাজুড়ে প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিরোধী দল, মানবাধিকার গ্রুপ ও ইউনিয়নগুলোর অভিযোগ, মাদুরো প্রশাসন ভিন্নমত দমন করে।

/এএম

Exit mobile version