Site icon Jamuna Television

থাইল্যান্ডের পথে আন্দোলনে গুলিবিদ্ধ জাবি শিক্ষার্থী কাজল

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

জানা যায়, কাজল মিয়া শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন তিনি। এ সময় পুলিশের একটি গুলি তার মাথায় এসে লাগে। পরে তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি কর হয়।

গত প্রায় ৩ মাস ধরে সেখানেই ভর্তি ছিলেন তিনি। এর মধ্যে একাধিকবার তার অস্ত্রোপচার করা হয়। পরে ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও তার বাম হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। ফলে চিকিৎসকরা রোবটিক ফিজিওথেরাপি দেয়ার পরামর্শ দেন। এই থেরাপির ব্যবস্থা দেশে না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ডে নেয়া হচ্ছে।

/এসআইএন

Exit mobile version