Site icon Jamuna Television

জাবিতে শেয়ালের কামড়ে ৩ জন আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেয়ালের কামড়ে ৩ জন আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন টার্জান পয়েন্ট থেকে শুরু করে বেগম খালেদা জিয়া হলের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার, টারজান পয়েন্টের দোকানি জব্বার মিয়া ও আনসার সদস্য অজয় হাওলাদার।

এ বিষয়ে এক শিক্ষার্থী জানান, একটা শিয়াল খুব সম্ভবত পাগল হয়ে গেছে। রাতে যারা ক্যাম্পাসে ঘোরাফেরা করছে তাদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জাবি শাখার সাধারণ সম্পাদক অনন্যা বলেন, হটলাইন নাম্বার শিক্ষার্থীদের দিয়েছি। তাদের অনুরোধ করছি যাতে তারা শিয়ালটিকে দেখলে আমাদের নম্বরে কল দিয়ে জানাতে পারেন। আগামীকাল শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।

/এসআইএন

Exit mobile version