Site icon Jamuna Television

নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মনোনয়নবঞ্চিত চার সিনিয়র নেতা

আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত চার সিনিয়র নেতা নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম যমুনা নিউজকে জানান, মঙ্গলবার গণভবনে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা হয়েছে তাদের।

নাসিম ছাড়া বাকি তিন নেতা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

দীর্ঘ আলোচনায় শেখ হাসিনা তাদেরকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করতে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে বলেছেন বলে জানান নাসিম। তিনি বলেন, নেত্রী আমাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে যেখানে যা প্রয়োজন দায়িত্ব নিয়ে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য চার নেতাকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নাসিম বলেন, সার্বিক বিবেচনায় দলীয় প্রধানের নির্দেশনা বাস্তবায়নে তারা সচেষ্ট থাকবেন। সভানেত্রীকেও তারা কথা দিয়েছেন দায়িত্ব নিয়ে কাজ করার।

Exit mobile version