Site icon Jamuna Television

ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগীয় প্রধান আফিফ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ’র গণমাধ্যম বিভাগীয় প্রধান মোহাম্মদ আফিফ। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাষ্ট্র-চালিত ন্যাশনাল নিউজ এজেন্সি অনুসারে, স্থানীয় সময় রোববার, ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইসরায়েলি বিমান আঘাত হানে।

ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার বেশিরভাগ সদর দফতর ধ্বংস হয়ে গিয়েছে। হামলার পর উদ্ধার ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে সাহায্য করতে ছুটে হিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই হামলায় শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। মোহাম্মদ আফিফ হিজবুল্লাহ’র গণমাধ্যম বিভাগের দায়িত্ব নেয়ার আগে দীর্ঘদিন গোষ্ঠীটির আল-মানার টেলিভিশন স্টেশন পরিচালনা করেছেন। এছাড়া তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মিডিয়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা লিনা সিনজাব বলেন, ইসরায়েল হিজবুল্লাহ সামরিক কর্মকর্তাদের বাইরেও হামলা বাড়াচ্ছে। এই হামলা সত্যিই জনগণের কাছে শঙ্কা বাড়াচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি কমানোর বা সমাধান খুঁজে বের করার কোনো লক্ষণ নেই, বরং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি লক্ষ্যবস্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন হামলা প্রসারিত হচ্ছে।

/এআই

Exit mobile version