Site icon Jamuna Television

আন্দোলনে নিহত আব্দুল্লাহর কবর জিয়ারত উপদেষ্টা হাসান আরিফের

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট:

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড় আঁচড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপদেষ্টা হাসান আরিফ জানান, আব্দুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে।

উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন ও বাবা আব্দুল জব্বার কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যা বিচার চান।

মা মাবিয়া খাতুন বলেন, পুলিশ আমার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ। এরপর তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।

/এসআইএন

Exit mobile version