Site icon Jamuna Television

ইলন মাস্ককে নিয়ে মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা দেখতে গেলেন ট্রাম্প

ভোটে বাজিমাতের পর বেশ ফুরফুরে মেজাজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনকুবের ইলন মাস্ককে সাথে নিয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বড় মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা- ইউএফসি’র অ্যারেনায়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার, নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেন অ্যারেনার ম্যাচে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেলো দু’জনকে। তারা দু’জনেই সামনের সারিতে বসে উপভোগ করেন লড়াই।

ম্যাচশেষে চ্যাম্পিয়নের সাথে দেখাও করেন ট্রাম্প ও মাস্ক। এছাড়াও হাতে তুলে নেন টাইটেল বেল্ট। সেসময় আরও উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ইউএফসি’র প্রধান নির্বাহী ডানা হোয়াইট, বিবেক রামস্বামি এবং গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।

/এআই

Exit mobile version