Site icon Jamuna Television

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করবে কমিশন

সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে এনআইডি কার্ড হতে পারে ভেরিফিকেশনের মানদণ্ড এমন মন্তব্য করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিজ দফতরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সফররাজ হোসেন এ সময় জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে আসামিকে গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে পুলিশ, কিন্তু ৫৪ ধারায় ইচ্ছে মতো গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে না এমন সুপারিশ করা হবে।

তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। ৫৪ ধারা সংশোধনেরও সুপারিশ করা হবে।

পুলিশকে ঢেলে সাজাতে গত ৩ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, পুলিশের উপমহাপরিদর্শক মো. গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকারকর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান ও শিক্ষার্থী প্রতিনিধি।

/এমএন

Exit mobile version