Site icon Jamuna Television

ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা 

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সামিউল সাফিন নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার বিকেলে শহরের হামদহ এলাকায় নিজ বাড়ির ২য় তলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সামিউল আলম বিকেলে বাড়িতে একা ছিল। এসময় দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির বিভিন্ন রুমে গিয়ে টাকা-গহনা লুট করে পালিয়ে যায়।

নিহত কিশোর সামিউলের মা স্কুল শিক্ষিকা শাহিদা পারভীন জানায়, স্কুল থেকে ফোনে তাকে না পেয়ে বাড়িতে এসে ডাকা-ডাকি করে। এসময় সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে মেঝেতে সামিউলের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সামিউল ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাড়িতে দ্বিতলার ভবন নির্মাণে কর্মরত শ্রমিকদের মধ্যে কেউ টাকা-পয়সা লুট করে এবং চিনে ফেলায় তাকে  হত্যা করতে পারে । তবে এ ঘটনায় কাউকে এখনো আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

Exit mobile version