Site icon Jamuna Television

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে— বলেননি প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে এমন কোনও কথা আল জাজিরার সাক্ষাৎকারে বলেননি ড. মুহাম্মদ ইউনূস, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি দাবি করেন— ড. ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ চার বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে। তবে বাংলাদেশের অনেক গণমাধ্যম এ বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। অনেকের দাবি, সংসদের মেয়াদ চার বছর হোক, সে নিয়ে কথা এসেছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দ্রব্যমূল্য কমাতে কাজ করে যাচ্ছে সরকার। সংবাদমাধ্যমে আলুর দাম ৪০০ টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে, সেটা বিশেষ জাতের আলু।

গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, কমিশনে যাদের নেয়া হয়েছে, তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে। মিডিয়া সংস্কারে তারা ভালো অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয় উল্লেখ করে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব।

/এমএন

Exit mobile version