Site icon Jamuna Television

ক্রোয়েশিয়ায় সাগরকে দূষণমুক্ত করতে ডুবুরীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

ক্রোয়েশিয়ার ব্র্যাক দ্বীপের মিলনা উপকূলে প্রতিদিন ভেড়ে শত শত নৌকা ও জাহাজ। আকর্ষনীয় পর্যটনকেন্দ্র হিসেবেও পরিচিত দ্বীপটি। তবে প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনার মধ্য দিয়ে ক্রমাগত নোংরা হচ্ছে আশপাশ।

দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের সৃষ্ট আবর্জনা ক্রমাগত মিশে চলে সমুদ্রের পানিতে। যা ঝুঁকি তৈরি করে সামুদ্রিক মাছ ও প্রাণীর জন্য। এমন পরিস্থিতিতে সাগরকে দূষণমুক্ত করতে উদ্যোগ নিলো মিলনার একঝাক ডুবুরী। শনিবার মিলনা উপকূলে চতুর্থবারের মতো আয়োজন করা হয় সামুদ্রিক পরিচ্ছন্নতা কর্মসূচি।

একজন ডুবুরী বলেছেন, এ কাজে যত ডুবুরী অংশ নিচ্ছে তারা সবাই এখানে এসেছে প্রকৃতি ও সমুদ্রের প্রতি তাদের ভালোবাসার টানে। মানুষ বোঝেনা যে তারা যেসব নোংরা সমুদ্রে ফেলে, সমুদ্র সেসবই আবার দূষণরূপে ফেরত দেয় পৃথিবীকে। দু পক্ষকেই এ বিপদ থেকে উদ্ধার করতে আজ আমরা সমুদ্র বাঁচাতে এসেছি।

সমুদ্রের গভীরে ডুব দিয়ে টিনের ক্যান, ভাঙ্গা কাঁচের টুকরা, বিকল হয়ে পড়া মুঠোফোন এমনকি গাড়ির চাকার প্লাস্টিক পর্যন্ত উদ্ধার করে ডুবুরীরা। পানির নিচ থেকে টেন তুলে আনেন টনকে টন ময়লা বর্জ্য।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রা, অতিরিক্ত মানুষের চাপ ও তাদের অসাবধানতায় জটিল রূপ নিচ্ছে সমুদ্র দূষণ। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে এমন উদ্যোগ নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

/এআই

Exit mobile version