Site icon Jamuna Television

৩ দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ফাইল ছবি।

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে-ও রুল জারি করেছেন আদালত। এ সময় আদালত বলেন, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেয়ার কোনও সুযোগ নেই। তাই এটা পুরোপুরি অবৈধ।

প্যাডেল চালিত রিকশা সমিতি রিট পিটিশনটি দায়ের করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

রাজধানীতে বর্তমানে ১০ লাখের বেশি রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। মূল সড়কের চেয়ে অলিগলিতে এসব রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।

/এমএন

Exit mobile version