Site icon Jamuna Television

জাবিতে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনায় প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে জাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এমন মৃত্যু কারও কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। একইসঙ্গে, অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে কাজ করা হচ্ছে।

এর আগে, ২০২২ সালে সাংবাদিকতা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পর ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি তুলেছিল শিক্ষার্থীরা।

/এএম

Exit mobile version