Site icon Jamuna Television

জাবি ক্যাম্পাসে বেপরোয়া বাইক ও রিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে বেপরোয়া বাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাবি প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রবেশের প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে একথা বলেন।

তিনি বলেন, আমার পক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরে বাইক ও রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ক্যাম্পাসে অসংখ্য অনিবন্ধিত অটোরিকশা ও বাইক চলে। কোনটা শিক্ষার্থীদের বাইক আর কোনটা বহিরাগতদের বাইক তা চেনা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনায় আফসানা রাচি নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন আফসানা রাচি। পরে তাকে উদ্ধার করে জাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, ছুটির দিন হলেই বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, চৌরঙ্গী, মুক্তমঞ্চসহ সম্পূর্ণ ক্যাম্পাস বহিরাগত মানুষ পরিপূর্ণ হয়ে যায়। দ্রুতগতির বাইক আর অনিবন্ধিত রিক্সায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাস্তায় হাটাও কষ্টকর হয়ে পড়ে।

/এএস

Exit mobile version