Site icon Jamuna Television

৭ কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা চলছে: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা চলছে। এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেয়া যাবে কিনা সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে সকালে ঢাকা কলেজে যাবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ কিভাবে দেয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। সমন্বিতভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেয়া যায় সেটি আলোচনা করা হবে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়ে কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version